জানে আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় বিকাশ বাংলাদেশ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট একচেঞ্জ এর অর্থায়নে বালিয়াডাঙ্গী উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন।
এসময় উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার নাজমুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন সাইদুর রহমান,বিকাশ বাংলাদেশ এর রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান,উপজেলা কো- অর্ডিনেটর মোকলেছুর রহমান, ২ নং চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি, ১ নং পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল,৫ নং দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।