মোঃ কবির হোসেন ও মোঃ নুরনবী ভোলা থেকেঃ
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুতুবা মহিলা সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ক্যামরা প্রতিক প্রার্থী সাবেক মহিলা মেম্বার মোসান্মৎ জোসনা বেগম পুরোদমে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা ।
এসময় তিনি এলাকায় বিভিন্ন বাড়ি , পাড়া, মহল্লায় ভোটারদের দ্বারে কৌশল বিনিময় ও ভোট চেয়ে বেড়াচ্ছেন তার নির্বাচনী ক্যামেরা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে।
এ সময় কুতুবা ইউনিয়নের ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী জোসনা বেগম বলেন, আমি বিগত পাঁচটি বছর আপনাদের সেবা করেছি, বিপদে আপদে সুখে-দুঃখে যে যখন আমাকে ডেকেছেন তার পাশে দাড়িয়েছি। আমি আপনাদের জন্য সব সময় চেষ্ঠা করেছি সরকারি যে অনুদান বা পরিসেবা গুলো ছিলো আপনাদের পৌছে দিতে, যে কাজ করে না তার কিন্তু ভুল হয় না, যে কাজ করে তারই কিন্তু ভুল থাকে, যদি বিগত পাঁচ বছরে আমার কোনো কাজে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, সামনে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন , আপনারা যদি আমাকে সমর্থন করেন, আমার পাশে থাকেন তাহলে আমি নির্বাচিত হতে পারবো, আমি ক্যামেরা প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হলে নারীর অধিকার , মাদক, ইভটিজিং , বাল্যবিবাহ , বয়স্ক ভাতা , বিধবা ভাতা , মাতৃত্বকালীন ভাতা এলাকার উন্নয়ন এসব নিয়ে কাজ করবো , আমাকে যদি আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি কথা দিচ্ছি আপনাদের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ্।
জোসনা বেগমের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির প্রধান তার ভাই মোঃ ইব্রাহিম পঞ্চায়েত বলেন , আমার বোন মোসাঃ জোসনা বেগম বিগত সময় আপনাদের এলাকার মহিলা মেম্বার ছিলেন হয়তো বৈশ্বিক করোনা মহামারির জন্য আপনাদেরকে সঠিক নাগরিক সেবা দিতে পারেনি এবং আপনাদের পাশে দাড়াতে পারেনি তাই আপনারা আমার বোনকে ক্ষমা করে দিবেন। এবছর আপনারা সবাই আমার বোনকে ক্যামেরা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার বোন আপনাদের পাশে থাকবে এবং এলাকার উন্নয়ন , বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা , মাদক ইভটিজিং , বাল্যবিবাহ এ সেবা গুলো সঠিক পাবে আপনারা পাবেন । তাই সকলের প্রতি প্রত্যাশা আপনারা আগামী ২৬ ডিসেম্বর ক্যামেরা মার্কায় ভোট দিয়ে আমার বোনকে জয়যুক্ত করবেন।