মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ইউপি নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় প্রার্থীর নিজের ভাই আশরাফুল ইসলাম(৩৫) ও শ্যালক মানিক হোসেন(৪০) নামে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঐ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব(আনারস প্রতীক) এর ভাই ও শ্যালককে জরিমান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ঠাকুরগাঁও জেলার সদর (ভূমি) শাহরিয়ার রহমান। জরিমানাকৃত মানিক হোসেন শহরের গোবিন্দনগর এলাকার আনোয়ার হোসেন লালের ছেলে এবং ঐ স্বতন্ত্র প্রার্থীর শ্যালক ও আশরাফুল ইসলাম বেগুনবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে এবং প্রার্থীর নিজের ভাই। সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, সন্ধ্যায় বেগুনবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের পক্ষে তার ভাই ও শ্যালক স্থানীয় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকেরা তাদের আটক করে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আটক ঐ দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সাথে তাদের হাতে থাকা আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট ও নগদ ৯ হাজার ৬৫০ টাকা পাওয়া যায়। এ সময় তারা তাদের অপরাধ স্বীকার করলে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরন) বিধি মালার ৩১ বিধি অনুযায়ী দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ মজিবর রহমান শেখ