মোঃ মজিবর রহমান শেখ,,
খোলা মার্কেটে ঔষুধের দোকানে মিলেছে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা ঔষুধ। হাসপাতালের একশ্রেণির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এসব ঔষুধ বাইরে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। ২০ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টায় বালিয়াডাঙ্গী উপজেলার শেষ প্রান্ত বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়ক সংলগ্ন ঈদগাঁহ চন্দনচহট নামক মার্কেটের পল্লী চিকিৎসক মামুনুর রশিদের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি ঔষুধ, অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করেন প্রশাসনের লোক।
ঠাকুরগাঁও ভোক্তা-অধিকারের সহকারী- পরিচালক শেখ সাদী ও বালিয়াডাঙ্গী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোছাঃ ফরিদা ইয়াসমিন থানা পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালায়। এ সময় পল্লী চিকিৎসক মামুনুর রশিদের ঔষুধের দোকানকে বিপুল পরিমান এক্সিফিন-১ গ্রাম, সেফট্রোন ১ গ্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করেন। পরে দোষি ব্যক্তি পল্লী চিকিৎসক মামুনুর রশিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যপারে ঈদগাঁহ চন্দনচহট ধকরাপট্টি গ্রামের মৃত হাসমত আলীর ছেলে পল্লী চিকিৎসক মামুনুর রশিদ সরকারি হাসপাতালের ঔষুধ, ইনজেকশন দোকানে রেখে রোগীদের নিকট বিক্রির সত্যতা স্বীকার করে জানান, জব্দকৃত সরকারি এ ঔষুধ, ইনজেকশনগুলি হরিপুর উপজেলার ভুরুনিয়া ও পশ্চিম বনগাঁও এলাকার জনৈক সহিদুল ইমলামের নিকট থেকে গ্রহণ করেছি।
মোঃ মজিবর রহমান শেখ