এস.এম বিপু রায়হান
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূ গুলনাহার পারভীন মিনুকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল ও ভ্রু কেটে দেয়ার ঘটনায় স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার ভোর রাতে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও নির্যাতিত গৃহবধূর স্বামী মেহেদী হাসান সুজন (৪৩), দেবর মো. সুমন (৩৫) ও শাশুড়ি ময়না বেগম (৫৫)।
র্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান জানান, নির্যাতিত গুলনাহার পারভিন মিনুর সাথে ১৫ বছর পূর্বে আসামি মেহেদী হাসান সুজনের সাথে বিয়ে হয়।
বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। মেহেদী হাসান সুজন গার্মেন্টসে চাকরি করে। চাকরির সুবাদে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করতেন। পারিবারিক জীবনে যৌতুকসহ নানা বিষয় নিয়ে প্রায়ই স্বামী মেহেদী হাসান সুজন স্ত্রী গুলনাহারকে নির্যাতন করতো।
এ নিয়ে একাধিকবার দেন-দরবারও হয়েছে। ৩ ডিসেম্বর শাহজাদপুরে স্ব-পরিবারে বেড়াতে আসেন। গত ১৫ ডিসেম্বর গৃহবধূর স্বামী মেহেদী হাসান সুজন যৌতুক ও পারিবারিক বিভিন্ন বিষয় স্ত্রী গুলনাহার পারভিন মিনুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয়। পরবর্তীতে গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে পরিবারের পক্ষে নির্যাতিত গৃহবধূর মামা আতিকুল ইসলাম মুকুল বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামালা নং-২৫। এরপর র্যাব-১২’র কাছে আসামি গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। আটককৃতদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, র্যাব-১২ সদস্যরা তিনজন আসামিকে থানায় হস্তান্তর করে। নির্যাতিত গৃহবধূর পক্ষে দায়েরকৃত মামলায় তিনজনকে আদালতে পাঠানোর পর জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।