আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ভালুকা উপজেলা সদর গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন প্রশাসন।ভালুকা হাইওয়ে সড়ক ও গফরগাঁও সড়কে যানজন নিরসনের লক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রাস্তার দুই পাশের জায়গা দখল করে, দোকানপাট ও মালামাল রাখার ফলে জনসাধারণের চলাফেরা বিঘ্ন ঘটার পাশাপাশি প্রতিনয়িত যানজট লেগে থাকা স্থান গুলো চিহিৃত করে, জনস্বার্থে উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের অবৈধ দখলে থাকা ব্যক্তিদের সতর্ক করেন।
অভিযানের অবৈধ গাড়ী পাকিংয়ের দায়ে ২জনের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার এই দুই শীর্ষ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ-আল বাকিউল বারী রাস্তার পাশে কোনো রকম দখল ও মালামাল না রাখার জন্যে সকল ব্যবসায়ীকে আহবান জানান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ্ উদ্দিন কাইয়ুম,শ্রমিকনেতা জসিম উদ্দিন আহম্মেদ ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
ইউএনও সালমা খাতুন জানান, রাস্তার উপর কোনো মালামাল রাখা যাবে না এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা ও যানজট লেগেই থাকে। জনস্বার্থেই যানজটমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।