মনিরুজ্জামান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইসাবেলা ফাউন্ডেশন উদ্যোগে – ২ দিনব্যাপী সিরাজগঞ্জ সাহিত্য সম্মেলনের উদ্বোধন করা হয়েছে । অনু্ষ্ঠানটির উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য-১৩, নীলফামারী -২ আসনের এমপি আসাদুজ্জামান নূর।
শনিবার ও রোববার (২৫-২৬ ডিসেম্বর) শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়াম- দুইদিনব্যাপী অনু্ষ্ঠান কর্মসূচীর মধ্যে ছিলো – আলোচনাসভা, প্রবন্ধ, নৃত্য, সংগীত, আবৃত্তি, ছবি আঁকা, নাটক ও পুরস্কার বিতরন করা হয়েছে।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর বিন- আনোয়ার, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ,পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম )।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন সহ প্রায় ২ শতাধিক কবি, সাহিতিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিবিদেরা ।