ভোলা থেকে মোঃ আব্দুর রহমান হেলাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন mother of democracy বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জনসমাবেশ করেছে ভোলা জেলা বিএনপি। বুধবার দুপুর ২টায় নলিনীদাস বালিকা বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩২ জেলা বিএনপির সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপি’র সভাপতি জনাব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক হুইপ ও সাবেক বরিশাল সিটি মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার , জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম , নুরুল ইসলাম নয়ন, জনাব হাফেজ ইব্রাহিম, হায়দার আলী লেলিন সহ আরো অনেকে, আরো বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গনমানুষের প্রিয় নেতা জেলা বি এনপি সদস্য নজির হুসেন, জেলা বি এনপির অন্যতম নেত,,, এবং স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন রাতের ভোটে নির্বাচিত জালিম সরকার বিএনপি’র জনপ্রিয়তায় ভীতসন্ত্রস্ত হয়ে পূর্বনির্ধারিত ভোলা জেলা সরকারি স্কুল মাঠে সমাবেশের অনুমতি দেননি , বক্তারা বলেন মুরাদের ন্যায় পাগল মন্ত্রী দ্বারা গঠিত সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছেন , মাদার অব ডেমোক্রেসি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন জেল-জুলুমে জর্জরিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমনকি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনে বাধা প্রদান করে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না, এমতাবস্থায় আমরা গনতন্ত্রের মা কে মুক্তি না করা পর্যন্ত ঘরে ফিরে যাবনা, প্রয়োজনে নিজের ভুকের রক্ত দিয়ে হলেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমরা বীরের বেশে তারেক রহমানকে দেশের মাঠিতে আনতে চাই, আমরা তৃনমুল নেতৃবৃন্দ জীবন দিতে প্রস্তুত। স্থানীয় নেতৃবৃন্দ বলেন কেন্দ্র যখনি সরকার পতনের আন্দোলনের ডাক দিবে আমরা সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে যাপিয়ে পড়ব ইনশাআল্লাহ।