সাইফুর রহমান শামীম ,,কুড়িগ্রাম : ২৯.১২.২০২১
কুড়িগ্রামে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন রাজারাহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া ভোট কেন্দ্রে যাওয়ার সময় যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত করে একটি ঘরে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছিনাই ইউনিয়ন কমান্ড এর আয়োজনে ছিনাই বাজারে এ মাবনববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে সদর ও রাজারহাট উপজেলাসহ ওই ইউনিয়নের বীর মুক্তিযাদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, বীর প্রতিক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ছিনাই ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান সাদেকল হক নূরু, রাশেদুরজ্জামান বাবু প্রমূখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, ভোটের দিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে বীর মুক্তিযোব্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত করে জামাত শিবির মদদপুষ্ট একদল সন্ত্রাসী। শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে একটি ঘরে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। বক্তারা বলেন, সন্ত্রাসীরা জামাত-শিবিরের কর্মী। তারা ছদ্ববেশে ইউনিয়নের একতা বাজার আলোর দিশারী পাঠাগার নামে তৎপরতা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত ও অবরুদ্ধ করে রাখা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন তারা।