মোঃ পারভেজ খান, মোংলা প্রতিনিধি ঃ ১৯৭৫ সালে মোংলা পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর থেকে কালের বিবর্তনে গুরুত্ব বেড়েছে মোংলা পোর্ট পৌরসভার ।
আগে থেকেই বন্দর নগরী হবার কারণে আন্তর্জাতিক পর্যায়ে মোংলার অপরিহার্যতা ব্যাপক । পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের জন্য মোংলা বন্দর ও পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে ।
প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণার পর এবং আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে এখানে যা এই নগরী কে উন্নত মানের নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার । উন্নত সুপেয় পানি ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে মোংলায় একটি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করে শহরের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করছে । তবে শহরের প্রধান প্রধান জলাশয় এবং ব্যক্তিগত ব্যবহারের পুকুর গূলো ভরাট হবার কারণে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে সুপেয় পানির প্রকট সংকট দেখা দিয়েছে । এমনকি গত গ্রীষ্মে পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ আঃ রহমান মহোদয় জরুরী ভিত্তিতে জেলা প্রশাসক এর মাধ্যমে ভ্রাম্যমাণ পানির গাড়ীতে করে শহরের বিভিন্ন স্থানে নাগরিকদের পানি পৌঁছে দিয়েছেন যা ঐ সময় ব্যাপক প্রসংসনীয় হয় ।
এ বিষয়ে পৌর মেয়রের কাছে জানতে চাইলে তিনি বলেন ,,, জলবায়ু গত কারনে আমরা নোনা পানির অঞ্চলে বসবাস করি । তারপরও সুপেয় পানির অভাব পুরনে আমাদের পৌর পানি শোধনাগার প্রকল্প থেকে আমরা শহরের ৯ টি ওয়ার্ডে পানি সরবরাহ করছি তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল । তবে ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি নতুন আর একটি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করে তার মাধ্যমে এই সুপেয় পানির চাহিদা মেটাতে ।
শহরের মোট জনসংখ্যার তুলনায় সুপেয় পানির চাহিদা মেটাতে যে পরিমাণ পানি প্রয়োজন এবং সরবরাহ লাইন দরকার তা পৌরসভার নেই । তবে ইতিমধ্যেই পৌরসভার উন্নয়ন পরিকল্পনা রয়েছে এবং দ্রুত এই সুপেয় পানির চাহিদা মেটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ ।