আজিম আলী,ঝিনাইদহ
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ৬ নং ফলসী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ২ টিতে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় হলেও বাকি ৬টিতে ভরাডুবি হয়েছে। এর মধ্যে ফলসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী বাবু
নিমাই চাঁদ মন্ডল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সবকটি মিলিয়ে সর্বমোট ৪২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান (স্বতন্ত্র)
চশমা মার্কায় ভোট পেয়েছেন ৪১৭৯ ভোট। ও বিজয়ী চেয়ারম্যান মো: বজলুল রহমান (স্বতন্ত্র) মটরসাইকেল মার্কায় ভোট পেয়েছেন ৪৬২৩ ভোট।
জানা গেছে, ফলসী ইউনিয়নে মোট বৈধ ভোটের সংখ্যা: ৮৮৪৪,বাতিলকৃত ভোটের সংখ্যা :১৬১,মোট ভোটেরের সংখ্যা: ১০৪২৬।
উপজেলার ৮ জন নৌকা প্রতীকের প্রার্থীর মধ্যে সবচেয়ে কম সংখ্যক ভোট পাওয়ার বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী নিমাই চাঁদ মন্ডল জানান, ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী নির্বাচনে নৌকার বিরোধিতা করায় ফলাফল বিপর্যয় হয়েছে।