এস.এম.বিপু রায়হান
সিরাজগঞ্জ থেকে
সিরাজগঞ্জ সদর উপজেলার ৭নং মেছড়া ইউনিয়নের প্রকৃত ফলাফল ঘোষণা করার দাবিতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (চশমা) সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ কালীবাড়িস্থ এ সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “৫ জানুয়ারি অনুষ্ঠিত মেছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনে ৮নং ওয়ার্ডের কেন্দ্র তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতীত সকল কেন্দ্রে ফলাফল সঠিক এবং স্বয়ংসম্পূর্ণ রয়েছে।
তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বাগবাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এশারত আলী দাখিলকৃত ফলাফল ও প্রার্থীর এজেন্টদের ফলাফলে গড়মিল রয়েছে। গড়মিলের বিষয়ে ৫ জানুয়ারি গভীর রাতেই রিটানিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার বরাবর আমিসহ মোটসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন সরকার লিখিতভাবে অভিযোগ দাখিল করি। ”
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “৮নং তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সর্বশেষ ফলাফল, প্রিজাইডিং অফিসার এশারত আলীসহ সকল সহকারি প্রিজাইডিং অীফসার এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে মোট গ্রহণের সংখ্যা ১,৭৮০ উল্লেখ্য করেন। এতে হাতপাখা প্রতীক ৫৯, নৌকা প্রতীক ১৮৫, মোটরসাইকেল প্রতীক ১,০৩২, আনারস প্রতীক ৬৯, চশমা প্রতীক ৪২৯ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৬টি।
এই ফলাফলের একটি কপি কেন্দ্রের প্রার্থীর এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়। ফলাফল প্রস্তুত শেষে কেন্দ্রে উম্মুক্ত স্থানে ফলাফল টাঙ্গানোর কথা থাকলেও প্রিজাইডিং অফিসার পরিকল্পিতভাবে ফলাফল না টাঙ্গিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাচনী কন্ট্রোল রুমের দিকে চলে আসেন।রাত্রী ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলা চত্বরে আসলেও নির্বাচনী কন্ট্রোল রুমের দিকে না গিয়ে অন্যত্র সটকে পড়েন। রাত্রী সোয়অ ১ টায় বিলম্বে উপস্থিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি।
রাত্রী আড়াই টায় তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকৃত ফলাফলে নৌকা প্রতীকে ৭৭, চশমা ৪২৯, আনারস ০৯, হাতপাখা ৩০, মোটরসাইকেল ১,০৩২ এবং ৬টি ভোট বাতিল দেখানো হয়। ”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী কন্ট্রোল রুমে তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের এজেন্টদের নিকট ফলাফল ও প্রিজাইডিং অফিসারের ফলাফল গড়মিলের কারণে রিটানিং অফিসার মোহাম্মদ আজিজার রহমান ৬ জানুয়ারি বিকাল ৩টায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেন। ৬ জানুয়ারি বিকাল ৩টায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আজিজার রহমান ৮নং তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ব্যতীত সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এবং তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণা ব্যাপারে রিটানিং কর্মকর্তা জানান, ফলাফল গড়মিল থাকার কারণে ৮নং কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে না।প্রধান নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত আসলে ৮নং কেন্দ্রের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফলাফল ঘোষণা করা হবে । ”