মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ বদলি হয়েছেন। ১৬ ডিসেম্বর (রবিবার) দুপুরে জৈন্তাপুর উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী’র কাছে ফারুক আহমেদ দায়িত্ব হস্তান্তর করেন। ১১ জানুয়ারি ২০২২ ইং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রজ্ঞাপনে রিপামনি দেবীকে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
ফারুক আহমেদ জৈন্তাপুর উপজেলার একজন মানবিক এসিল্যান্ড হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি ১২ ডিসেম্বর ২০২০ সালে জৈন্তাপুর উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে ভূমি প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কার্যক্রম করেছেন। করোনাকালে বিভিন্ন জনসচেতনতামূলক এবং অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ কার্যক্রম করেছেন। বিশেষ করে মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভূমি প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুরে সীমান্তে চোরাচালান বন্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। বিশেষ সূত্রে জানা গেছে, ফারুক আহমেদকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তিনি খুব গুণী একজন মানুষ ছিলেন।