মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
ফয়সল মাহমুদ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট এর
“রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম-সেবা” পদক অর্জন। ২০২১ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় অবদানের জন্য ফয়সল মাহমুদ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট কে “রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা” প্রদান করা হয়।
ফয়সল মাহমুদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহানগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করণ, সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সর্বমহলে প্রসংশীত হয়েছেন। ২৩ জানুয়ারি (রবিবার) তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন তাঁকে “রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা” প্রদান করেন।