ঈদগাঁওর ইসলামপুরের
শরীফ কোম্পানিকে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা জরিমান
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে পাহাড় কাটার অভিযোগে মোঃ শরীফ কোম্পানিকে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ১ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। অর্থ দণ্ডপ্রাপ্ত মোঃ শরীফ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাপিতখালীর মরহুম আবদুল গনির ছেলে।
গত ২৮ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে এনফোর্সমেন্ট মামলা নং-৫৫০/২১-৪১৪১ শুনানি শেষে এ জরিমানা করা হয়। তবে ২২ জানুয়ারি ঘটনাটি প্রকাশ পায়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (উপ-সচিব) মুফিদুল আলম।
তিনি জানান, অবৈধভাবে সাড়ে বায়ান্ন হাজার ঘনফুট পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করেছেন ওই ব্যক্তি। পাহাড় কর্তন ও বালু উত্তোলনের সিন্ডিকেট গড়ে তুলে পরিবেশ বিনষ্ট করে চলেছেন তিনি। তাই পরিবেশের ক্ষতি বাবদ তাকে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শরীফ কোম্পানীকে সতর্কও করা হয়েছে।
উল্লেখ্য, ১২ লক্ষ ঘনফুট পাহাড় কাটার দায়ে ২০২০ সালের ৭ অক্টোবর ইসলামপুর ইউপির চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষমতাসীনসহ শরিফ কোম্পানিদের ২০/২৫ জন সদস্যের একটি সিন্ডিকেট রয়েছে। সোনালী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি ওই সিন্ডিকেটের সদস্যরা পরিচালনা করেন। বন বিভাগের জায়গা দখল, পাহাড় কাটা, অবৈধভাবে বালি উত্তোলন, রির্জাভ জায়গা দখলসহ নানা অভিযোগ রয়েছে এ সিন্ডিকেটের বিরুদ্ধে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার এর একটি টিম ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নাপিতখালীতে পাহাড় পরিদর্শনে যান। তারা সেখানে সাড়ে বায়ান্ন হাজার ঘনফুট মাটি কাটার প্রমাণ পায়। এর প্রেক্ষিতে মোঃ শরিফ কোম্পানীকে শুনানিতে হাজির হতে নোটিশ দেয়া হয়েছিল।