এম এ হানিফ রানা, স্টাফ রিপোর্টার
” এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন (AMCSF) এর সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগ দুস্থ ও গরীব মানুষদের মাঝে আজ শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান সাংবাদিক জয় ই মামুন, মহাসচিব মনিরুল ইসলাম খানের সুদুরপ্রসারি দিকনির্দেশনা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী পারভেজ ও সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ রানা সহ সকলের প্রয়াসে মানবতার তরে সেবামূলক ভাবেই প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে সংগঠনটি। তারই বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা শাখার এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের আয়োজনে এই কম্বল বিতরন কর্মসূচি পালিত হয়।
এসময় কম্বল বিতরণ কর্মসূচিতে
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড নজরুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি এড রবিউল লেইস রোকেশ,রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড মতিউর রহমান পীর,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড আবদুল হক,এড,শেরেনুর আলী, সিনিয়র আইনজীবী এড,শামছুদ্দিন,কাওছার আলম,শামসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক রুহুল তুহিন,সংগঠনের জেলা সভাপতি হাজি আশিক মিয়া সিকদার, সাধারণ সম্পাদক এড,আবদুল জলিল,সহসভাপতি এড জালাল উদ্দীন আসপিয়া,যুগ্ম সম্পাদক এড,কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড নাজিম কয়েস আজাদ,সহ সাংগঠনিক সম্পাদক এড,জাবেদ নুর আলম,সহ সম্পাদক এড জয়শ্রী দে বাবলী,সংগঠনের উপদেষ্টা হাজী খালিছ মিয়া সহ অনেক আইনজীবী ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।