রাজবাড়ী প্রতিনিধি: সাইফুল ইসলাম
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি হিসেবে এটিএম মোস্তফা মিঠু ও সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার বোষ নির্বাচিত হয়েছেন।
গত সোমবার রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার বোস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। জানা গেছে, সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়। এতে ২০২ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ জহুরুল হক ও তসলিম আহমেদ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার রায়, কার্যনির্বাহী সদস্য পদে অভিজিৎ সোম, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন, ও আল আমিন মিয়া। লটারীতে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হন।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে পুরো প্যানেলে বিজয়ী হয়েছে সাধারণ আইনজীবী পরিষদ। এছাড়া পরাজিত প্যানেল ুইটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সাধারণ আইনজীবী পরিষদ জেলার আইনজীবীদের নতুন সংগঠন।