গাইবান্ধা ঘাঘট লেকে একটি সুইসগেটের নির্মাণ কাজের উদ্বোধন করলেন -হুইপ গিন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ঘাঘট লেকে একটি সুইসগেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের ব্রীজ রোর্ড পূর্বকোমরনই এলাকায় এই নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলজিইডির তত্বাবধায়নে ভেন্টের ইসগেট নির্মানে ১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকায় মানুষের জলাবদ্ধতা নিরসনসহ ঘাঘট লেক ব্যবহারের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তিনি বলেন, ইস গেট নির্মাণের ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ধারণ করা সম্ভব হবে এবং পরে লেক থেকে ময়লা পানি বের করে দেয়া হবে। তিনি পলিথিন বর্জনের মধ্য দিয়ে লেকটিকে দূর্ষণ মুক্ত করার জন্য জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।