অপরাধ আন্তর্জাতিক

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে শাহজাদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

শাহজাদপুর ( সিরাজগঞ্জ)  সংবাদদাতা : ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা বিশাল বিক্ষোভ মিছিল বের করে। সোমবার ( ৭ এপ্রিল) বাদ আসর শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে দ্বারিয়াপুর বাজার ও রংধনু স্কুলের সামনে দিয়ে নবকুমার ব্রীজ , দিলরুবা বাসস্ট্যান্ড, কান্দাপাড়া প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন,শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ -৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী মাওঃ নজরুল ইসলাম, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল লতিফ, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাবিবুর রহমান। এসময় বক্তাগণ অবিলম্বে ফিলিস্তিনে গণ হত্যা বন্ধ করে যুদ্ধ বিরতি কার্যকরের আহ্বান জানান। নইলে মুসলিম বিশ্ব ফুঁসে উঠলে ট্রাম্প ও নেতানেয়াহুকে কঠিন পরিনতি ভোগ করার হুশিয়ারী প্রদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন,  পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই সাথে আমীরে জামায়াত মাওঃ নিজামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা কান্ডের সাথে জড়িতদের চিহৃিত করে বিচার করতে হবে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান। জনাব রফিকুল ইসলাম খাঁন, মঙ্গলবার (০১ এপ্রিল)  সকালে  পোরজনা জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্কে  উপজেলা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নিজাম উদ্দিন,  উপজেলা সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম,  উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা  ছাত্রশিবির সাবেক সভাপতি মির্জা হুমায়ুন,  আব্দুস সবুর, আক্তার হেসেন, শাহজালাল, আল আমিন হোসেন,  রফিকুল ইসলাম প্রমূখ। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের প্রায় ৫শতাধিক নেতা-কর্মী ছাড়াও জামায়াত ও যুব জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *