

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিয়ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলার পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ৩৪টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক অংশ নেয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাশ, ক্যাপ্টেন আফতাবুজ্জামান আবেস, লেফটেন্যান্ট আসফাক, ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোঃ মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্ম-পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির ঘোড়াঘাট উপজেলার সমন্বয়ক অধ্যাপক জালাল উদ্দিন, পূজা উৎযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকারসহ অনেকে। ক্যাপশনঃ ঘোড়াঘাটে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রফিকুল ইসলাম