উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।। কচুয়া উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অফিস ও কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি(সোমবার) কচুয়া উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০ টায় বিবাহ রেজিষ্ট্রার ইমাম ও পুরোহিতদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এদিন মতবিনিময় সভায় অংশনিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর ফিল্ড অপরেশন কোস্টাল এন্ড রিভার লিমা হান্নান দড়িং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সমূহ সহ নানা বিষয়ে কথা বলেন।এছাড়াও উপস্থিত সকলে বাল্যবিবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয়নিয়ে খোলামেলা আলোচনা করেন ও মতামত প্রদান করেন। মতবিনিময় সভায় সমীরবরন পাইকের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমনিরুল ইসলাম,নারী ও শিশু অধিদপ্তরের কর্মকর্তা নাজমুন নাহার,সাবরেজিষ্ট্রার তুপা বসু,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল।এছাড়াও এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,ধর্মীয় নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী সহ প্রমুখ অংশ নেয়।