লিংক ঃ ইতিহাস ও ঐতিহ্য যেনো ছাড়িয়ে আছে ইতালির জেনোভা নগরীতে। যেদিকেই চোখ যায় সেদিকেই নয়নাভিরাম দৃশ্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করে দাড়িয়ে আছে অট্টালিকা । ইতালির জেনোভা শহর হতে ফিরে আমাদের ইউরোপ ব্যাুরো প্রধান জাকির হোসেন সুমন এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত । উভ ঃ ইতালির জেনোভা পাহার ও সমুদ্র ঘেরা পর্যটন নগরী । এই শহরে রয়েছে নানা ইতিহাস , যা আজো সাক্ষ্য বহন করে চলেছে। ইতিহাস ক্ষ্যাত ক্রিস্টোফার কলম্বাসের জন্ম এই শহরে, ইউরোপের সবচেয়ে বড় একুরিয়াম , কলম্বাসের বসতভিটা , কতিথো সেই জাহাজ , সমুদ্র বন্দর , দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের স্হান , ও জেনোভা শহরে চালু হওয়া প্রথম ব্যাংক ভবন টি দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় এই শহরে। এছাডাও দৃষ্টি নন্দন কারুকাজ খচিত ভাস্কর্য ও হাজার বছরের পুরোনা ইট পাথরের তৈরী অট্টালিকা পর্যটকদের আকৃষ্ট করে। ভক্সপপ ঃ আবুল কালাম ফরাজি , জেনোভা শহরে বসবাসরত বাংলাদেশী । উভ ঃ একটা সময় ছিলো জেনোভার অনেকেই মৎস শিকার পেশায় জরীত ছিলেন । এই শহরে জলদস্যুর আক্রমণ ও হতো প্রচুর । জলদস্যুদের আক্রমণ রোধে জেনোভার কারিকামেন্তো এলাকায় প্রাচীর নির্মান করা হয়েছিলো। সেই প্রাচীরের আধা কিলোমিটার দূরেই সাধারন এক পরিবারে ১৪৫১ খ্রীস্টাব্দের ৩১ শে অক্টোবরে জন্ম নিয়েছিলেন ইতিহাসে নাম লেখানো আমেরিকা জয়ী ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাসের বসতভিটা ও কতিথো সেই কাঠের জাহাজ দি দেখতে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো । ভক্সপপ ঃ গাইড উভ ঃ ক্রিস্টোফার কলম্বাস নাবিক জীবনে ৪ টি দেশে যাত্রা করেন। তৃতীয় যাত্রায় ১৪৯২ খ্রীস্টাব্দে র স্পেন হতে যাত্রা করে ১২ ই অক্টোবর তিনি আমেরিকা আবিষ্কার করেন । এর পর তিনি ইতালি চলে আসেন। ১৫০৪ খ্রীস্টাব্দে তিনি স্পেন ফিরে যান । এবং ১৫০৬ খ্রীস্টাব্দে ২০ শে মে মাত্র ৫৪ বছর বয়সে স্পেনের ভালাদেলিদ ক্যাস্টিল রাজ্যে মৃত্যু বরন করেন । তবে ইতালি সরকার ক্রিস্টোফার কলম্বাসের বসত ঘরটিকে মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করেছেন , যেখানে সংরক্ষিত রয়েছে তার ব্যাবহিত আসবাবপত্র ও ছবি। যা কিনা পর্যটকদের আকৃষ্ট করে। ভক্সপপ ঃ জাকির হোসেন সুমন । উভ ঃ কাঠের তৈরী যে জাহাজ টি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সময় নেয়া হয়েছিলো সেটি জেনোভা শহরে একুরিয়ামের পাশে রাখা সেই জাহাজ নয় বলে জানা যায়। কথিতো রয়েছে , ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কার নিয়ে হলিউডে একটি ছবি নির্মাণ করা হয়। সেই সময় কলম্বাসের জাহাজের আদলে নির্মান করা হয় এই জাহাজ টি। সিনেমার শুটিং শেষ হবার পর তিউনিসিয়ান একটি কোম্পানি জাহাজটি ক্রয় করে কলম্বাসের স্মৃতি চিন্হ হিসেবে পর্যটকদের জন্য নিয়ে আসেন জেনোভা শহরে । আর আমেরিকা আবিষ্কারের সময়কার জাহাজটি রাখা হয়েছে স্পেনে।