

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে স্থানীয় রবিউল হাসান নামের এক কীটনাশক ব্যাবসায়ীর করা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাউসা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মন্ডল, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ অনেকেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম। তিনি বলেন, রেজাউল করিম পিতা: মৃত: আলহাজ্ব আয়েজ উদ্দিন সাং- বাউসা পূর্ব পাড়া। বর্তমানে আমি বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। সম্প্রতি বাউসা বাজারের কীটনাশক ব্যাবসায়ী রবিউল হাসান, পিতা: মো: আবু তাহের প্রাং, সাং- বাউসা (ভেড়ালী পাড়া)। সম্প্রতি এই রবিউল হাসান আমার নামে চাঁদা দাবির অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার এই অপপ্রচার আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করেছে। এই ঘটনার সাথে কোন ভাবেই আমার সম্পৃক্ততা নেই। তাকে ব্যবহার করে তার সাথে অনেকেই যুক্ত হয়ে আমার সম্মানহানি, দলের ভাবমূর্তি নষ্ট ও আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের উদ্দেশ্যে সে এই সকল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন । আমি সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে ও গণমাধ্যমে শুনতে পাচ্ছেন সেখানে আমাকে হত্যার পরিকল্পনা করেছেন, কল রেকর্ডে শুনতে পাচ্ছেন সে আমাকে মারার জন্য অনেক কে টাকা দিয়ে ভাড়া করছে কীটনাশক ব্যবসায়ী, তৎকালীন আওয়ামী লীগ ক্যাডার ও জালসনদ কারবারি সেই রবিউল হাসান। আমি সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহন করবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন সতর্ক থাকে এই সকল আওয়ামী লীগের গুপ্ত ক্যাডারদের চক্রান্ত ও ভিত্তিহীন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর বিষয়ে।