তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি কোভিড ১৯ করোনার টিকার ১ম ডোজ গ্রহণে মানুষকে উদ্বোধ্য করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিত করন সভায় এলাকায় বাধপরা জনগনকে করোনার টিকার আওতায় আনার জন্য সমগ্র উপজেলায় হাটবাজারে মসজিদ, মন্দিরে , রাস্তা ঘাটে প্রচার প্রচারনা ও ২৬ তারিখে সর্বশেষ কার্যক্রম সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির। এসময় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি,সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী,শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,নুরুল ইসলাম বাঘা,এস আই অপূর্ব কুমার শাহা,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জসিম উদ্দিন,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিস রমা কান্ত,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,প্রেশক্লাব সহঃ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ। এছাড়া এসময় উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি সচিবগন,সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,তাহিরপুর উপজেলায় আগামী ২৬ ফেব্রুয়ারী করোনার ১ম ডোজ টিকা প্রদানের সময় শেষ হবে।পরবতীতে টিকার সময় বাড়ানো হবেনা, বিদায় সকলকেই আগামী ২৬ ফেব্রুয়ারীর মধ্যে টিকা গ্রহন করতে হবে, উপজেলায় এখনো ৬৩ হাজার মানুষ করোনার ১ম ডোজ টিকার বাহিরে রয়েছেন।