এস এম সোহেল গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে উপজেলা সাবরেজিষ্টার অফিসে জনদুর্ভোগান্তি রোধে স্থায়ী সাবরেজিষ্টার নিয়োগ, নকল নবিসদের চাকুরী স্থায়ী করণ ও নব-নির্মিত নিজস্ব ভবণে অফিসের কার্যক্রম শুরু সহ ১০ দফা দাবী বাস্তবায়নে নাগরিক কমিটির এ স্মারকলিপি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী (রবিবার) দুপুরে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহাবুল ইসলাম সরকার,উপজেলা বাসদের সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার,উপজেলা বাসদের সদস্য সচিব কালা মানিক দেব,উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক ,সদস্য দেলোয়ার হোসেন,উপজেলা ওয়ার্কার্স পাটির নেতা কমরেড মমতাজ আলী, ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা সেচ পাম্প মালিক সমিতি’র সভাপতি আবুল কাসেম, রিপোর্টার্স ফোরামের সহ সভাপতি শাহ আলম সরকার সাজু,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান,উপজেলা যুবমৈত্রী সাংগঠনিক সম্পাদক এম মুকুল মিয়া প্রমূখ। স্মারকলিপিতে বলা হয়,গোবিন্দগঞ্জ উপজেলা সাবরেজিষ্টার অফিসের সকল অনিয়ম,দূর্নীতি বন্ধ সহ অবিলম্বে স্থায়ী সাবরেজিষ্টার নিয়োগ করে জনদূর্ভোগ রোধে প্রশাসনের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করা হয় ।