সারাদেশে

পুঠিয়া সাবেক পৌর মেয়র আল মামুন খানের নেতৃত্বে বাংলা নববর্ষ আনন্দ শোভাযাত্রা উদযাপন

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান রাজশাহী পুঠিয়া পৌর,সভার সাবেক মেয়র আল মামুন খান এর নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়,এই শোভাযাত্রা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ উদ্দীপনা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সদরে ঢাকা রাজশাহী মহাসড়কে মহিষের গাড়িবহর সাথে কৃষকের মাথাল পড়ে এসো হে বৈশাখ গান পরিবেশন করে সাধারণ মানুষের সাথে বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করেছেন সাবেক মেয়র আল মামুন খান। আনন্দ শোভাযাত্রায় বিএনপি নেতা কর্মীসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠন ও অংশগ্রহণ করেন,পাশাপাশি স্থানীয় জনগণ আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করেন,রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক দর্শনার্থীরা জানান, সাবেক মেয়র আল মামুন খানের মহিষের গাড়িতে উঠে কৃষকের রূপে দেখি আমাদের অনেক ভালো লেগেছে। এছাড়াও তার এমন চিন্তা ধারা আমাদের প্রকৃতই বাঙালি হিসেবে মনে করে দেয়,আমরা সাধারণ জনগণ মেয়র আল মামুন খান এমন সুন্দর একটি আনন্দ শোভাযাত্রা উপস্থাপন করার জন্য সাধুবাদ জানাই। পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান বলেন,বছরের আজ এই প্রথম দিন এমন উন্মুক্তভাবে এই প্রথম। দীর্ঘ ১৭ বছর পরে শোভাযাত্রা আনন্দ উদযাপন করছি । পাশাপাশি সাধারণ মানুষকে নিয়ে একসাথে পথ চলতে পেরে আমি অনেক আনন্দিত। পাশাপাশি নতুন বছর সবার জীবনে আসে যেন সাফল্য ও সমৃদ্ধি। এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *