মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা,খাগড়াছড়ি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলছড়ি কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সহযোগিতায় ক্লাবের সদস্যদের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলাতে একুশের স্মৃতি ২০২২ দেওয়ালিকা উদ্ভোদন করা হয়েছে। আজ সোমবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও অপূর্ব কারুকার্যখচিত সৃজনশীল এ প্রদর্শনীর উদ্ভোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব। এসময় কিশোর কিশোরীদের প্রতিভার সুপ্ত বিকাশের ভুয়সী প্রশংসা করেন মাটিরাঙ্গা উপজেলার পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা জেন্ডার প্রোমোটর মোঃ ইউনুস মিয়া,বেলছড়ি কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক মোঃ মীর হোসেন প্রমুখ। ‘বাংলা ভাষার অপমান আমরা মানি নি, মায়ের ভাষাকে পদদলিত করল যারা তাদের ছাড়ি নি, স্বৈরাচারদের ঘাঁটি করেছি উৎখাদ, নতুন এক বাংলার করেছি সূত্রপাত।’ বাল্যবিবাহ বন্ধ করো, মাদক থেকে বিরত থাকো, যৌতুক বন্ধ করো, নারী শিশু নির্যাতনে প্রতিবাদ করো সদা সত্য কথা বলো। এ ধরনের অসংখ্য লেখা দেয়ালিকায়স্থান পেয়েছে। বেলছড়ি কিশোর কিশোরী ক্লাবের সদস্য আবছানা আক্তার হাফসা বলেন,ভাষা আন্দোলন ছিল আমাদের অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে বাঙালিরা প্রমাণ করেছে মায়ের প্রতি তাদের ভালোবাসা এর পরও এ দেশে অনেক আন্দোলন হয়েছে।বীর বাঙ্গালীরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।তখনকার দিনে আন্দোলনের অনেক বড় ভাষা ছিল দেয়ালিকা কিন্তু এখন সেভাবে দেয়ালিকা দেখা যায় না। বেলছড়ি কিশোর কিশোরী ক্লাবের সদস্য আব্দুলাহ আনজাম সাজিদ বলেন, আমরা যারা তরুণ, তাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ দেখার বা অংশ নেওয়ার সৌভাগ্য হয়নি।আমরা দেয়ালিকার মাধ্যমে সব ভাষাশহীদকে স্মরণ করার চেষ্টা করেছি ২১ এর চেতনাকে ধারন করে আমাদের আজকের দেয়ালিকা প্রদর্শন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024