এসকে এম হুমায়ুন ,নিজস্ব প্রতিবেদক: খুলনা-মোংলা সড়কে ট্রাকচাপায় ফিরোজ কবির নামে বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটর সাইকেল যোগে মোংলা যাওয়ার পথে বাগেরহাট সদরের চুলকাঠি বাজারে পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাঁড়ি এবং বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহত ফিরোজ কবির বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে বানৌজা মোংলা ঘাঁটিতে কর্মরত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালি থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলায় কর্মস্থলে ফিরছিলেন তিনি। চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ওলিয়ার রহমান বলেন, কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ফিরোজের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন।