

পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান (মিজান)রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ও ভাল্লুক গাছি ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনা ঘটে।
জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া পালপাড়া গ্রামের রনি সরদারের ছেলে রাকসাদ (৩) ২৯ সেপ্টেম্বর সকাল ১০ সাড়ে ৭ টার সময় বাড়ির পাশে থাকার পুকুরে ডুবে মারা যায়।
মৃত্যু রাকসাদ সরদারের চাচা সবুজ বলেন, সকালে হাঁস তাড়ানো অবস্থায় আমরা তাকে লক্ষ্য করি। কিছুক্ষণ পরে তাকে আর দেখতে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে থাকা পুকুরে তাকে ভাসতে দেখে পানি থেকে উঠানো হয়। পরবর্তীতে দেখা যায় সে আর বেচে নেই।
অপরদিকে ভাল্লুক গাছি ইউনিয়নের নন্দনপুর তেলিপাড়া গ্রামের মোঃ সাইদুর ইসলাম এর ছেলে
মুসা (৫) বেলা ১২ টার সময় বাড়ির পাশে থাকা পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু বরণ করে।এ বিষয়ে পুঠিয়া থানার ওসি (কবির) হোসেন জানান, বাড়ির পাশে থাকা পুকুরে উপজেলা দুইটি ইউনিয়নের দুটি ছেলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বিষয়টি আমরা অবগত আছি। ভাল্লুক গাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী বাড়ির পাশে একা একাই পুকুরে মাছ ধরার সময় পানিতে পড়ে মৃত্যুবরণ করে। অপরজন জিউপাড়া ইউনিয়ন এলাকার সে সকালে হাঁটানোর সময় পানিতে ডুবে মারা যায়। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
মোবাইল ০১৭৩৯৪০৭৫১৩
২৯ সেপ্টেম্বর ২০২৫