মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারালো ৮ম শ্রেণীর ছাত্র শিলন (১৪)। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি), দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ এলাকায় এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায় শিলন। নিহত শিলন জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের প্রবাস ফেরত রাহাতুল ইসলামের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, শিলন স্হানীয় হাড়াভাঙ্গা এইচ এস কে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সে বিদ্যালয় থেকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধকল্পে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের উদ্দেশ্যে গাংনী উপজেলা শহরে যায়। টিকা গ্রহণ শেষে সহপাঠীদের সঙ্গে ইজিবাইকযোগে বাড়ি ফেরার পথে পশ্চিম মালশাদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর এক ইজিবাইকের ধাক্কায় তার মাথায় প্রচন্ড চোট লাগে এবং ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এতে প্রচুর রক্তক্ষরণ হয়। সহপাঠীরা শিলনকে বাঁচাতে জরুরি ভিত্তিতে গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কিন্তু হাসপাতাল ত্যাগ করার পূর্বেই শিলনের মৃত্যু হয়। উল্লেখ্য, করোনা টিকা গ্রহণের পর মাথা ঘুরছিল একারণে সে ইজিবাইকের বাইরে মাথা রেখে স্বাচ্ছ্যন্দবোধ করার চেষ্টা করছিল এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন বলে শিলনের সহপাঠীরা জানান। এইচ এস কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ইজিবাইক যোগে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা গ্রহণের জন্য গাংনী পৌরসভা টিকা কেন্দ্রে আসে। টিকা গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার শুরু থেকে প্রতিদিন ২-৩ হাজার শিক্ষার্থীকে অবৈধ যানবাহনে করে গাংনী পৌরসভা টিকা কেন্দ্রে আনা নেয়া করা হয়। এতে তাদের জীবন ঝুঁকিতে পড়ে। শিক্ষার্থীদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, নিহত শিলনের মৃতদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পোস্ট মর্টেমে পাঠানোর প্রস্তুতি চলছে।
সর্ম্পকিত খবর সমূহ.
September 26, 2024