

মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন (ভোলা): উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ) বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। গুণী শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি উপজেলার শিক্ষার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয় এই মতবিনিময় সভায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান শিক্ষা প্রসারে শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।