

মোঃ বিপ্লব তালুকদার নাটোর জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলাবাসীসহ জেলার সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এই উৎসব আনন্দের বার্তা বয়ে আনুক এবং ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারে—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিএনপি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
দাউদার মাহমুদ পূজারী ও দর্শনার্থীদের সরকারি নির্দেশনা মেনে আইনশৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করার আহ্বান জানান। পরিশেষে তিনি নাটোরসহ সারা দেশের জনগণকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।