ডোমারে জাতীয় ভোটার দিবস ২০২২ উৎযাপন এর শুভ উদ্বোধন
মোঃ সাইদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
” মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (২রা মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে শান্তির প্রতিক পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। এরপর একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম”র সভাপতিত্বে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বিশেষ অতিথি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী বাসেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, পল্লী উন্নয়ন বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী, পাট অধিদপ্তর কর্মকর্তা রেজাউল করিম, পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।