স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপ উপজেলায় নানা আয়োজনের মধ্যে বিশ্বনারী দিবস পালিত হয়েছে।এবারে নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’”এই প্রতিপদ্য বিষয় কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলায় নানা কর্মসুচি পালনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টারদিকে উপজেলা
পরিষদ থেকে একটি বণাঢ্য র্যালী চালনা পৌরসভার
প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঋণের চেক বিতরন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তৃিতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। এ সময় তিনি বলেন মানব সমাজের সামগ্রিক বিকাশ ও অগ্রগতিতে নারীরারা পুরুষের সাথে সমান ভাবে ক্ষেত্র বিশেষ অবদান রাখলেও নারীর প্রতি পশ্চাৎপদ ও নৈতিক বাচক দৃষ্টিভঙ্গী এখন ও সমাজ কে গ্রাস করে রেখেছে।মানুষ হিসাবে নারীর মানবধিকার,সমমর্যদা সমঅধিকারের দাবি নিদারুন ভাবে এখন ও উপেক্ষিত
হচ্ছে।
সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন-নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গী। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি বলেন, এদেশের নারী-পরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।
অন্যাদের মধ্যে বক্তিতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,কামার খোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা এমএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্ডার,ওয়ার্ড ভিশন
নবযাত্রা প্রকল্প ম্যানেজার আজিজুল হক দাকোপ,থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা আবদুল অহেদ গাজী,দাকোপ প্রেসক্লাবের সভাপতি মহিদুল ভুঁইয়া শিপন,
দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রভাষক লিপিকা বৈরাগী, মানবাধিকার কর্মী আঃ সাত্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি প্রকল্পের সালমা আকতার, এনজিও প্রতিনিধি রুখসানা পারভীন, জেসমিন আকতার, শিক্ষার্থী আয়শা আকতার, শ্রেয়া অধিকারী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।