মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা পরিষদের হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য প্রদান করেন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল, পঞ্চায়েত, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, কৃষি অফিসার শাহাবুদ্দিন, লালমোহন সার্কেল অফিসার জহুরুল ইসলাম হাওলাদার লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকছুদুর রহমান মুরাদ, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ, রুহুল আমিন, রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা মিয়া।
বক্তারা বলেন, আমরা সকলে সচেতন হয়ে,এই ভোক্তা অধিকার আইন মোতাবেক কেনা কাটা করবো। নিজে সচেতন হবে,অন্য কেও সচেতন করব।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন বাজার ব্যবসায়ী নেতারা, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও অফিসার গন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার ও আয়োজন করেন লালমোহন উপজেলা প্রশাসন।
এমআইএইচ/একে