মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ফেব্রুয়ারী/২০২২ ইং মাসে পেশাগত দক্ষতা, অতি অল্প সময়ের মধ্যে চাঞ্চল্যকর জোড়া খুনসহ ৫টি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ প্রত্যক্ষ জড়িত আসামীদের গ্রেফতার , আগ্নেয়াস্ত্র ও সর্বোচ্চ মাদক উদ্বারের স্বীকৃতিস্বরুপ ডিবি বগুড়ার ইনচার্জসহ ১০ জন অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যান সভায় বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম(সেবা) জেলা গোয়েন্দা বিভাগ ডিবির অফিসার ওসি মোঃ সাইহান ওয়ালিউল্লাহ, এস আই জুলহাজ উদ্দীন বিপিএম, পিপিএম, এস আই মজিবর রহমান বিপিএম, এস আই ফিরোজ সরকার পিপিএম, এসআই ওয়াদুদ আলী পিপিএম, এস আই জাফর, এস আই আশিকুর রহমান, এসআই জাহাঙ্গীর কবির, এএসআই রানা হামিদ পিপিএম, এএসআই মিন্টু মিয়া পিপিএম এর হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।
জেলা ডিবির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ সহ সম্মাননা ক্রেষ্ট পাওয়া অফিসারবৃন্দ তাদের কৃতিত্বে সদর সার্কেল, জেলা পুলিশের সিনিয়র অফিসারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও এই সাফল্যে নিরলসভাবে নীরবে ও নিভৃতে সার্বক্ষনিক প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা প্রদান করায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে টিম ডিবি বগুড়া সদা জাগ্রত ও বদ্ধ পরিকর। এই সাফল্যর ধারা অব্যাহত রাখতে তিনি, জেলা পুলিশ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এমআইএইচ/একে