রাকিব, স্টাফ রিপোর্টার:
ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২২ইং উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদকে আবারো সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী করতে নির্বাচনী প্রচার প্রচারণা ও সমর্থন জানিয়েছেন বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন। এছাড়াও সংগঠনটি কল্যান সম্পাদক পদে সমীরণ রায়কে সমর্থন করেন।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জতীয় প্রেসক্লাব এলাকায় বিভিন্ন স্থানে সাংবাদিকদের কাছে তাঁর পক্ষে ভোট ও দোয়া চেয়ে প্রচার প্রচারণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রাফি, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম বাবু, কার্যনির্বাহী পরিষদ সদস্য মো. কিরণ, জহিরুল ইসলাম সানি, সদস্য মো. অক্ষর, হৃদয় বৈরাগী, মো. রাকিব প্রমুখ।
বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বর্তমান সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ তিনি পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী মাঠে থাকবেন। তাকে বিজয়ী ও পুরো সমর্থন করেছে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠন। কারণ মহামারি করোনা ভাইরাসকালে সাংবাদিকদের খোঁজ খবরসহ পাশে ছিলেন।
এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়েও এ জিহাদুর রহমান জিহাদ মাঠে ময়দানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। যেসকল নেতৃবৃন্দরা সাংবাদিকদের পাশে থাকবে এবং সততার সাথে দায়িত্ব পালন করবে তাদেরকেই বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সমর্থন করে। তাই এ জিহাদুর রহমান জিহাদ যেভাবে সাংবাদিকদের বিপদে আপদে পাশে ছিলেন সে কারণেই পুরো সাংবাদিক সমাজের ভোট ও দোয়া এবং সমর্থন পাওয়ার যোগ্য। এজন্যই বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন তাকে সমর্থন জানিয়ে সকলের কাছে ভোট প্রত্যাশী।
নির্বাচনী প্রচার প্রচারণাকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমআইএইচ/একে