

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাতকার প্রান্তিক জনসাধারণের কাছে পৌঁছে দিতে দলীয় নির্দেশনায় শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর আয়োজন করে রাণীশংকৈল পৌর যুবদল। এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মমিরুল ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম,জিয়া পরিষদের আহ্বায়ক শরিফ উদ্দিন মাস্টার, ওয়ার্ড সভাপতি গোলাম রসুল, আবুল কাশেম, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোবারক আলী প্রমুখ। পৌর যুবদলের সাধারণ সম্পাদক,মমিরুল ইসলাম মমিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। তা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা চাই সাধারণ মানুষ দেশের নেতৃত্ব ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানতে ও দেখতে পারেন। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার যুবদলের আয়োজনে বিভিন্ন ইউনিয়নে তারেক রহমানের ওই সাক্ষাৎকার প্রদর্শন করা হয়।