স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
২৪ মার্চ বৃহস্পতিবার লাউডোব ইউনিয়ন পরিষদ চত্তরে ৬৩৩ জন সিমিত আয়ের পরিবারের মধ্যে দুই কেজি তেল,দুই কেজি চিনি ও দুই কেজি মুসারির ডাল কিনতে পেরেছে সিমিত আয়ের মানুষ।টিসিবির তত্বাবোধনে এ সকল মালামাল বিক্রি করা হয়েছে।
এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ,প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল সহ অন্যরা।
দেশে নিত্য প্রয়োজণীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বেড়েই চলেছে।এমন পরিস্হিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সিমিত আয়ের মানুষ।
ওই সব সিমিত আয়ের মানুষ যেন আয়ের মানুষ যেন কম দামে নিত্যপ্রোয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সেজন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশর (টিসিবি) মাধ্যমে চাল, ডাল, চিনি,তেল ও পেঁয়াজের মতো কিছু পণ্য খোলা বাজারে বিক্রি করছে। ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রিতে হয়রছে
ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম একযোগে ১ম পর্ব শুরু হয়েছে।ফ্যামিলি কার্ড জেলা প্রশাসন ও স্হানীয় সসরকার প্রতিনিধি ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওর্য়াড কাউস্নিলররা দিচ্ছেন।
এ লক্ষে ২৪ মার্চ বৃহস্পতিবার লাউডোব ইউনিয়ন পরিষদ চত্তরে ৬৩৩ জন সিমিত আয়ের মানুষের মাঝে দুই কেজি তেল,দুই কেজি চিনি ও দুই কেজি মুসারির ডাল কিনতে পেরেছে।
এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ,প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল সহ অন্যরা।
টিসিবির সুত্রে জানাযায় ফ্যামালি কার্ড দিয়ে ভ্রাম্যমান
ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজিদরে সর্বোচ্চ দুইকেজি চিনি, ৬৫ টাকাদরে দুই কেজি মসুর
ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজিদরে দুই থেকে পাঁচকেজি পেঁয়াজ কিনতে পারবেন।
সরকার প্রধান বলেন ১ কোটি মানুষকে কার্ড দেওয়ার
স্পেশাল কার্ড দেওয়া হবে।সেটা দিয়ে তারা ন্যায্যমুল্যে
জিনিষ কিনতে পারবেন।