মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেনীর ছাত্রের আত্মহত্য
উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
কচুয়ায় মায়ের উপর অভিমান করে মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক কিন্ডার গার্ডেনের ৫ম শ্রেনী পড়ুয়া ছাত্র সুলপ্ত মজুমদার(১২)নামের এক শিশু নিজ ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৭ মার্চ(রবিবার)বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামের সুজিত মজুমদারের ছেলে সুলপ্তম মজুমদার বিকালে খেলাধুলা শেষে বাড়ি ফিরলে শিশুর মা শিশুটিকে বকাঝঁকা দেয়।শিশুটি তার মায়ের বকুনি খেয়ে রাগ হয়ে সন্ধা সাড়ে ৬ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে।নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বলা হয় শিশুটির গোঙরানিতে বাবা-মা দৌড়ে ঘরে এসে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখে শিশুকে উদ্ধার করে কচুয়া সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আরএমও মনি সংকর পাইক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।
এ বিষয়ে আরএমও ডা:মনি সংকর পাইক বলেন,শিশুটির মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে।এখনো প্রকৃত কারন বলা মুসকিল। তদন্ত চলছে এখন পর্যন্ত মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু।প্রকৃত তথ্যের জন্য পোষ্টমর্টেম করতে হবে তদন্ত চলছে।
শিশুটির এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকা সহ আসপাশে শোকের ছায়া নেমে এসেছে।