

মাসুম বিল্লাহ,বগুড়া বগুড়ার শেরপুরে আদিবাসী কমিউনিটির জীবন মান উন্নয়নে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গরু ছাগল ও বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এস আই ডিপির নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহীন আলম, মাথাইল চাপর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী আশু মাষ্টার, সংস্থার মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ ও মামুনুর রশিদ, সমাজকর্মী শ্রী সুজ তাতী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিশালপুর ও শাহবন্দেগী ইউনিয়নের ৩৭টি আদিবাসী পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। সুমিথ ফাউন্ডেশন এবং ওইআর আন্ড ডাই ওয়েল্ট জার্মানীর অর্থায়নে এবং পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর বাস্তবায়নে ৩টি গরু, ৪টি ছাগল, জমি লিজ, সবজি বীজসহ চাল, ডাল, তৈল, আলু ও লবণ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।