মো.ফয়সাল আহমেদ (ফাহিম) , ডিআইইউ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে(ডিআইইউ) “এ চ্যালেঞ্জিং ড্রাইভ টু কেমিক্যাল, বায়োলজিক্যাল এন্ড ক্লিনিক্যাল রিসার্চ ” শীর্ষক সেমিনারের আয়োজন করা
হয়েছে।
আগামী ১২ এপ্রিল (মঙ্গলবার) সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল ফার্মেসি এবং ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এস.এম আব্দুর রহমান।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।
সেমিনারে সভাপতিত্ব করবেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগম।
উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন, ডিআইইউ’র ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শর্মিষ্ঠা দাস।
উল্লেখ্য, সেমিনারটি ডিআইইউ’র ফার্মেসি বিভাগ ও আইকিউএসি সম্মিলিত ভাবে আয়োজন করবে।