মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় সামাজিক সংগঠন ‘সবার পাঠশালা’ এর উদ্যোগে শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ আনন্দ উপহার–২০২২’ বিতরণ করা হয়েছে।
রোববার (১লা মে) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘সবার পাঠশালা’ এর আয়োজনে কোমলমতি শিশুদের মাঝে ঈদ বস্ত্র, শিক্ষা উপকরণ, খেলনা ও চকলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম। এতে সভাপতিত্ব করেন—নিমোজখানা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা তপু রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন—্ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ‘সবার পাঠশালা’ এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বকুল রায়, গোমনাতি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক সোনামোহন রায়, কেএনবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বদেব রায় ও নিমোজখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ রায় প্রমূখ।
সবার পাঠশালা’র ভলেন্টিয়ার সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদিকা তাবাসসুম রুমা বলেন, ‘আমাদের দ্বারা যতটুকু পারা সম্ভব তা আমরা উজাড় করে করার প্রচেষ্টা করেছি। কোমলমতি ছোটদের ঈদ আনন্দকে দ্বিগুণ করতে আমরা সবার পাঠশালা ঈদ আনন্দ উপহার বিতরণ করি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ এ যারা আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল উপদেষ্টা স্যার, সমন্বয়ক, সেচ্ছাসেবক সহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’
সবার পাঠশালা’র আরেকজন ভলেন্টিয়ার সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা অধিকারী বলেন, ‘সবার পাঠশালা তার জন্মলগ্ন থেকে শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সবার পাঠশালার ব্যতিক্রমী উদ্যোগ হলো- মানুষের বন্ধু বই নিয়ে যেমন প্রত্যেক পাড়ায় পাড়ায় লাইব্রেরী গড়ে তোলা, ঠিক তেমনি প্রকৃতির বন্ধু বৃক্ষও রোপণ করছে ব্যপক হারে। আশা করা যায় সবার প্রচেষ্টা ও শুভকামনায় ‘সবার পাঠশালা’ অনেকদূর এগিয়ে যাবে।’
‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ কার্যক্রমের আহ্বায়ক ও ভলেন্টিয়ার সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করেন—হৃদিকা তাবাসসুম রুমা, মৌমিতা অধিকারী, মাহাফুজুল ইসলাম শাওন, রঞ্জন রায়, নিরব হাসান রাতুল ও শান্ত রায়।