মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ মুজিবনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছে।
সোমবার (৯ মে), বিকেল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সম্মেলনের প্রধান অতিথি বি এম মোজাম্মেল হক।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা-২ দামড়হুদা আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, সাবেক প্রশাসক এডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বেলা ১১ টার দিকে মুজিবনগর অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা।
এর পূর্বে গত রবিবার রাতে মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৬ জন কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে ইকবাল হোসেন বুলবুল কে সভাপতি ও এডভোকেট খ.ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল কে সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
উল্লেখ্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর পূর্বে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পক্ষের সংঘর্ষে অন্ততঃ ৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।