মোঃউজ্জাল হোসেন, ব্যুরো প্রধান যশোরঃ
যশোরের বেনাপোল থেকে পাঁচটি বিদেশি বন্দুক, গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রাম থেকে এসব পিস্তল গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন শাহ জামাল ওরফে কালু (৫২) ও সোহেল রানা (৩০)। সোহেল রানা হলেন শাহ জামাল কালুর ছেলে। তাঁরা বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত তিনটার দিকে বিজিবির সদস্যরা সাদিপুর গ্রামে শাহ জামালের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি বিদেশি বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে শাহ জামাল ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, শাহ জামাল ও সোহেল রানার বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। পরে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেপ্তার শাহ জামাল ও সোহেল রানাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।