কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে তেলিখাল ইউপি দল।
শুক্রবার বিকেলে ভোলাগঞ্জ উদয়ন সংঘ মাঠে ইসলামপুর পশ্চিম ইউপি দলকে হারিয়েছে তারা।
বালক বিভাগের এই ফাইনালে নির্ধারিত সময়ে জালের দেখা পায়নি কেউই। টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় তেলিখাল।
সেই সাথে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের নাজু মিয়া। টুর্নামেন্ট সেরা ফুটবলার হন অধিনায়ক মামুন মিয়া।
উভয় দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় ট্রফি এবং মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
খেলার ধারাভাষ্য এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ ও সাংবাদিক আকবর রেদওয়ান মনা।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ভোলাগঞ্জ উদয়ন সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, এডভোকেট সাইফুল ইসলাম, তেলিখাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।