মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার ১০ ইউনিয়নের বেসরকারি প্রাণিসম্পদ সেবা প্রদানকারী ব্যক্তিগণের মাঝে দিনব্যাপী গাভী পালন ব্যবস্থাপনা ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭শে জুন) সকাল ১০টায় ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক ও কেয়ার বাংলাদেশের জানো প্রকল্পের টিওএনএসএ নীহার কুমার প্রামাণিক।
এসময় অন্যান্যদের মাঝে প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন—জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. শরিফ আহম্মেদ শাহ্, ফিল্ড অফিসার আফরোজা আক্তার, কমিউনিটি ভলান্টিয়ার পলাশ বেগম প্রমূখ।
প্রশিক্ষণে অনুষ্ঠানের প্রধান অতিথি ডোমার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘জানো প্রকল্প প্রশিক্ষণটি আয়োজন করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি।’