জামালপুর প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, দেশের মানুষ এখন বুঝতে পেরেছে জাতীয় পার্টিই দেশের মানুষকে সুশাসন দিতে পারবে। আর এ কারনেই প্রতিদিন জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিচ্ছেন অসংখ্য মানুষ। আমরা সাধারণ মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে রাজনীতি করছি। আমরা দেশের মানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ উপহার দেবো।
আজ শুক্রবার (০১ জুলাই) বিকালে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা আল মাহমুদ আরও বলেন, আগামী দিনে যদি রাজনীতি না টিকে তা হবে দুঃখজনক। রাজনীতি না টিকলে হয়তো রাজনৈতিক দল থাকবে, দলের নেতাও থাকবে কিন্তু গণমানুষের ভাগ্যের উন্নয়ণ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিবজিল্লুর রহমান বিপু, যুগ্ম-আহবায়ক,আব্দুল সালাম ঘুণু,ফেরদৌস উর রহমান,শাহাবুদ্দিন,জেলা জাতীয় পার্টির সদস্য হারুণুর রশিদ হারুণ , ইসলামপুর উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক নিপা মনি লিসা।
এসময় ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।