মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃবিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা এবং
আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে মাটিরাঙ্গার শান্তিপুরে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (পহেলা জুলাই) দুপুরের দিকে গোমতি ইউপি সদস্য মো. ওসমান গনির সভাপতিত্বে নবী প্রেমী তাওহীদি জনতা ও সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে মিছিলে, মিছিলে কম্পিত হয় শান্তিপুর বাজার।এসময় নূপুর শর্মার ভাস্কর্যে জুতা নিক্ষেপসহ ভাস্কর্য পুরিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জুম্মার নামাজের পরপরই মাটিরাঙ্গা-তাইন্দং সড়কের দুইপাশে দাড়িয়ে সর্বস্তরের মুসলমান ও সচেতন আলেম সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম-উলামাসহ নবিপ্রেমী জনতা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, শান্তিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ ছিদ্দিকি, হাফেজ মাওলানা মো.আসাদুল ইসলাম, শান্তিপুর এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবিদ আলী,হাফেজ আবু ছালে,শান্তিপুর বাজার সেক্রেটারি মোঃ মোরশেদ আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবী (সাঃ)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবী মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো একজন মুসলিম সহ্য করতে পারে না।
তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।যতদিন পর্যন্ত অপরাধীরা আনুষ্ঠানিক ভাবে ক্ষমা না চাইবে সারাবিশ্বে নবী হযরত মোহাম্মদ (সঃ) এর ইজ্জত রক্ষায় আন্দোলন সংগ্রাম চলমান থাকবে।অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।