মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা জুলাই) সকাল সাড়ে ১০টায় ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় অবস্থিত ডোমার ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এতে সভাপতিত্ব করেন—ডোমার জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ফজলুর রহমান।
ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদ বিন আলম ও মুফতী ফরিদ উদ্দিন’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার পরিচালক গোলাম আরশাদ, সাবেক মোহতামিম মাওলানা আব্দুল মান্নান, ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. অহিদুল ইসলাম, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ডোমার থানার এসআই ওছমান গনী, জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি ওমর ফারুক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “কোরআনের শিক্ষা পৃথিবীর সর্বোত্তম শিক্ষা। কোরআনের শিক্ষা মানুষকে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, পিতা-মাতার প্রতি আদব-কায়দা, মানবতা, ন্যায়-অন্যায়, বিচার বিবেচনা করা শেখায়। কোরআনের শিক্ষা ইহকালের শান্তি ও পরকালের মুক্তির পথ দেখায়। কোরআন শরীফ যে জায়গায় নাজিল হয়েছে সেই জায়গা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় রুপান্তরিত হয়েছে। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত শ্রেষ্ঠ রাতে পরিণত হয়েছে। কোরআন যার মাধ্যমে পৃথিবীতে এসেছে, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআন শিক্ষার কোন বিকল্প নেই।”
ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা শেষে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী’র পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকাবাসী শরীক হন।